নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ডিজে নিয়ে দাপাদাপি ও অস্ত্র নিয়ে মিছিল,পুরোপুরি ভাবে নিষিদ্ধ রয়েছে সরকারি নির্দেশিকায়।সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শোকের উৎসব পবিত্র মহরম পালন করার আহ্বান জানালেন পুলিশ প্রশাসন।আসন্ন পবিত্র মহরম উপলক্ষে মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি বৈঠক করল পুলিশ প্রশাসন।চাঁচল থানার পুলিশ ও প্রশাসনের উদ্যোগে এম.জি.এন.আর.ইজি.এস ভবনে শনিবার ওই শান্তি বৈঠকের আয়োজন করা হয়। পূর্ব নির্ধারিত নিয়মানুযায়ী মহরমের শোভাযাত্রা, লাঠি খেলা ইত্যাদি পালন করা হবে। কেউ যেন মদ খেয়ে মাতলামি বা অস্ত্র নিয়ে খেলা না করেন সেই আহ্বান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।এদিনের শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুন্ডু,মালদা জেলা সভাধিপতি রফিকুল হোসেন,স্থানীয় জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম,চাঁচলের যুগ্ম বিডিও শ্যামল দাস,চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী সহ প্রমুখরা।
পারস্পরিক সহযোগিতা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহরম পালিত হবে বলে পুলিশ প্রশাসনকে আশ্বাস দেন মহরম কমিটি গুলি। অপরদিকে মহরমে এলাকার সমস্ত মহরম কমিটিগুলিকে অগ্নিমশাল,অস্ত্র ছাড়াই মিছিল করতে হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়।পাশাপাশি সরকারি নির্দেশ অনুযায়ী মহরম উৎসবে ডিজে বাজানো যাবেনা বলে পুলিশের তরফে জানানো হয়।আইন অমান্য করা হলে কড়া পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা আসন্ন পবিত্র মহরম উপলক্ষে মহরম কমিটিগুলিকে নিয়ে শান্তি বৈঠক করল পুলিশ প্রশাসন।