ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের।

0
286

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম মাতিন শেখ । মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি ভগবানগোলা থানার স্বপনগড় রেল কলোনি। জানা যায় ওই যুবক ২০ তারিখ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ও ২২ তারিখ চেন্নাই পৌঁছয় । ২৩ তারিখ ঐখান থেকে খবর আসে যে মৃত যুবক আহত হয়েছে ও তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে । পরিবারের অভিযোগ যে ভগবানগোলা থানার অন্তর্গত বাবু নামের একজন লেবার কাজে গিয়েছিল একই জায়গায় । পূর্ব ঝামেলার কারণে বাবু মেরে ফেলেছে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন চেন্নাই পুলিশ ও বাবু কে আটক করেছে চেন্নাই পুলিশ। CITU এর উদ্যোগে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি নিয়ে আসা হলো বলে জানায় CITU নেতা।