পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহরে যানজট মুক্ত করতে শহর সংলগ্ন কদমডিহা এলাকায় তৈরি হবে ওভারব্রিজ,কিন্তু তারপরেই শুরু হয় জমি জট,কদমডিহা এলাকায় রয়েছে AIR FORCE এর জায়গা, আর তারই পাশে ছিল রাজ্য সরকারের কিছু জমি,বহু টালবাহানার পর অবশেষে জমি হস্তান্তরের কাজ শেষ হয়, ইতিমধ্যেই ওভার ব্রিজ তৈরি করার জন্য ওই জায়গা পরিদর্শন করে ফেলেছে জাতীয় সড়কের কর্তৃপক্ষ, কিন্তু সেই রাজ্য সরকারের জমি ব্যবহার করত এলাকার ৫০ জন কৃষক, ইতিমধ্যেই জাতীয় সড়কের কর্তৃপক্ষের তরফ থেকে নোটিশ করা হয় ওই জমি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু চাষীদের তরফ থেকে জানানো হয় এই মুহূর্তে তারা ওই জমিতে কুমড়ো লাগিয়েছেন,যেহেতু এই ফসল মাত্র সময় লাগে দুই মাস সেহেতু সরকারের কাছে তারা অনুরোধ করেছিলেন এই ফসল উঠে গেলে সরকারের হাতে তুলে দেওয়া হবে সেই জমি, কিন্তু সেই ওভারব্রিজের কাজ দ্রুত সম্প্রসারনের জন্য শুরু হয় জমি পরিষ্কারের কাজ,নষ্ট করে দেওয়া হয় জমির কুমড়ো,জানা গিয়েছে প্রায় ২০০ বিঘা জমিতে কুমড়ো লাগাতে খরচা হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা, এখানেই কার্যত ভেঙে পড়েছে এলাকার চাষীরা, তবে সেই জমি পরিষ্কার করার জন্য যেইসব কর্মচারী লাগানো হয়েছে,সেই কর্মচারীরা কাজ করতে গেলে চাষীদের সঙ্গে শুরু হয় বচসা, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা তিন নম্বর বিডিও অমিতাভ বিশ্বাস এবং ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। এলাকার চাষীদের সঙ্গে কথাবার্তা বলে পুনরায় শুরু হয় জমি পরিষ্কারের কাজ, এই দিন বিডিও অমিতাভ বিশ্বাস বলেন গত কয়েকদিন আগে তার কাছে নোটিশ আছে দ্রুততার সত্বে সেই সব জমি পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতিতে এলাকার চাষীদের ক্ষতিপূরণ কে বহন করবে তা নিয়ে উঠেছে প্রশ্ন!! অন্যদিকে এর ফলে কার্যতো দিশেহারা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকার চাষীদের।
Home রাজ্য দক্ষিণ বাংলা চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কদমডিহা এলাকায় তৈরি হবে ওভার ব্রিজ, রাজ্য সরকারের জমির...