বজ্রবিদ্যুতের কবলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির এলাকায় চাঞ্চল্য ।

0
183

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বজ্রবিদ্যুতের কবলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো সাধারণ মানুষের মধ্যে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দুপুর একটা একটা নাগাদ কোচডিহি পঞ্চায়েতের পাথরা গ্রামে । মৃত ব্যক্তির নাম মঙ্গল দে । বয়স 50 বছর ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , মঙ্গল দে নামে ওই ব্যক্তি নিজের জমিতে কাজ করছিলেন সেই সময় আচমকায় তার ওপর বজ্রবিদ্যুৎ পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন । স্থানীয় মানুষজনের বিষয়টি নজরে এলে তড়িঘড়ি তারা তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । পরে মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় সোনামুখী থানার পুলিশ । তবে প্রশাসনিকভাবে সাধারণ মানুষদের প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে বিভিন্ন সময়ে সচেতন করা হয় তারপরেও সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বোধ তৈরি হচ্ছে না । যার কারণে ঘটছে এই ধরনের প্রাণ হারির মতো দুর্ঘটনা ।