শিক্ষক দুর্নীতি নিয়ে সোচ্চার হলো এসএফআই ও ডিওয়াইএফই ফালাকাটা ৩ নং লোকাল কমিটি ।

0
414

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিক্ষক দুর্নীতি নিয়ে সোচ্চার হলো এসএফআই ও ডিওয়াইএফই ফালাকাটা ৩ নং লোকাল কমিটি । মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ঢেরা পিটিয়ে মানুষকে মানুষকে সতর্ক করে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।এদিন ছাত্র নেতা দীপক বর্মন জানান,দুর্নীতিবাজ নেতাদের হাত থেকে মানুষকে সতর্ক হতে হবে।চাকরির নামে টাকা পয়সা চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।