সাংগঠনিক জেলার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মিলিত হলেন বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার
সভাপতি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

0
185

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাম্প্রতিক বেশ কিছু ঘটনাকে সামনে আনতে আজ বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মিলিত হলেন বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার
সভাপতি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। বিগত দিনে বিজেপি রাজ্যের জলন্ত ইস্যু নিয়ে কিভাবে আন্দোলন করেছে এবং কি তাদের স্ট্যান্ড পয়েন্ট সে সম্বন্ধে প্রথমে আলোকপাত করেন বিজেপি জেলা সভাপতি। এরপর আগামী দিনের বিজেপি কার্যক্রম সম্বন্ধে তিনি সাংবাদিকদের জানান।আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের কি কি পরিকল্পনা আছে সে বিষয়েও তিনি সাংবাদিকদের জানান। একই সঙ্গে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে ব্যাপক সমালোচনা করেন রাজ্যের শাসক দলের।তিনি বলেন যে সাতটি নতুন জেলা ঘোষণা করে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের বিষয়ে মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নদীয়া জেলাকে ভাগ করার পর নামকরণ নিয়ে যে বিতর্ক চলছে সে সম্বন্ধে তিনি তাঁর মতামত প্রকাশ করেন।