অপুষ্ট : রাণু সরকার।

0
453

পাহাড়ের পৃষ্ঠদেশে সঙ্গীহীন ছিলো
ভালোবাসা!
হলো তার ক্ষীণদৃষ্টি-
গ্রন্থাদির পৃষ্ঠা পরিবর্তন করা হলো না!

ক্রমেই অপুষ্ট চর্বিহীন দুর্বল হচ্ছে শরীর-
পাশে যষ্ঠি, হাঁটুতে মাথা রেখে ঘুমের ঘোরে বলছে বারংবার-
ভালোবাসা তুমি এসেছো নিতে-
কতদিন দেখিনি এতো বিলম্ব করলে কেন?

ভালোবাসা তোমার প্রতীক্ষায় থেকে পলিতকেশ
দিলো দেখা হলো ক্ষীণদৃষ্টি, অপুষ্ট, দুর্বল- পৃষ্ঠা পরিবর্তন আর হলো না করা-
স্তবমালা হয়ে ঝুলে আছো!
শ্মশান নগরীতে নিয়ে চলো-
ওখানে থাকবো দু’জনে!