জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,এলাকায় শোকের ছায়া।

0
365

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – জলে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরীগঞ্জ গ্রামে। মৃত দুই শিশুর নাম রোহন গাজী(৪) ও রেজুয়ান মোল্লা(৪)।
বিগত কয়েকদিন আগে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের রোহন গাজী তার মায়ের সাথে কুলতলির মেরীগঞ্জ গ্রামে মামার বাড়ি বেড়াতে এসেছিল।শুক্রবার বিকালে মায়ের সাথে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।বাড়িতে ফেরার আগেই জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল।
স্থামীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে বজ্রপাত সহ প্রবল বর্ষণ শুরু হয়। সেই সময় মেরীগঞ্জ গ্রামের সম্পর্কে দুই ভাই রোহন গাজী ও রেজুয়ান মোল্লা বৃষ্টির মধ্যে খেলা করছিল। আচমকা দুই শিশু পা পিছলে পাশের একটি পুকুরে পড়ে। মুহুর্তে পুকুরের জলে তলিয়ে ডুবে যায়।বৃষ্টি থামতেই পরিবারের লোকজন দুই শিশুর খোঁজ শুরু করে।আচমকা তাদের নজর পড়ে পুকুরের দিকে। পুকুরের মধ্যে কিছু একটা নড়ছে দেখতে পেয়ে পাড়ার জনা দশেক যুবক পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তারা ওই দুই শিশু কে উদ্ধার করে। তড়িঘড়ি বাইক এ চাপিয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে শেষ রক্ষা হয়নি। দুই শিশুর প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যু হয়েছে জানতে পেরে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।