নদীয়া জেলা ভাগ এবং পৃথক জেলার রানাঘাট নামকরণ ইস্যুতে রাজ্য সরকারের কঠোর সমালোচন করলেন নদীয়া জেলা আরএসপি সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর ভৌমিক।

0
358

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলা ভাগ এবং পৃথক জেলার রানাঘাট নামকরণ ইস্যুতে রাজ্য সরকারের কঠোর সমালোচন করলেন নদীয়া জেলা আরএসপি সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর ভৌমিক। তিনি বলেন রাজ্য সরকারের বিভিন্ন কেলেঙ্কারি থেকে সাধারণ মানুষের চোখ ঘুরিয়ে দিতেই এই জেলা ভাগের নাটক করছে রাজ্য সরকার।পরোক্ষে তিনি জেলা ভাগকে স্বাগত জানালেও জেলা সদর যদি রানাঘাটে না হয় তাহলে কোন লাভই হবে না তিনি মত প্রকাশ করেন। তাই তিনি দাবী করেছেন জেলা সদর অবশ্যই রানাঘাটে হওয়া দরকার কল্যাণীতে নয়। দাবি করেন এইসব না করে কর্মসংস্থান হোক শিল্প হোক মানুষ বাঁচার মতো করে বাঁচুক। চলুন শোনা যাক কি বললেন আরএসপি নেতা সুবীর ভৌমিক।