গোপীবল্লভ পুর দুই ব্লকের তপসিয়া হাইস্কুলের ২২ জন ছাত্রকে স্কুল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিরুদ্ধে।

0
199

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপশিয়া হাইস্কুলে শনিবার ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রকে এবং ছাত্রীদের স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে আসার জন্য নোটিশ দিয়ে জানানো হয়। সেই সঙ্গে ছাত্রদের চুলের বাহার করে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়। কিন্তু ২২ জন ছাত্র স্কুল ড্রেস না পরে শনিবার বিদ্যালয়ে আসে এবং ওই ২২ জন ছাত্র তাদের মাথার চুলের রংবেরঙ বাহার করেছে বলে অভিযোগ ।তাই তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন ওই ছাত্ররা। তাদের অভিযোগ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অসিত বরণ গিরি তাদেরকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দিয়েছে। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অসিত বরণ গিরি ছাত্রদের মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন বিদ্যালয়ে বারোশো ছাত্র ছাত্রী পড়াশোনা করে, বাইশ জন ছাত্রের জন্য বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হতে দিতে পারি না। বারবার বলা সত্ত্বেও তারা বিদ্যালয়ের কোন কথা শোনেনি। তারা বিদ্যালয়ের স্কুল ড্রেস পরে আসেনি এবং চুলের বাহার করেছে বিভিন্ন রং দিয়ে । তাই তাদেরকে ক্লাস না করে বাড়ি চলে যেতে বলেছি ।ওই ছাত্রদের মারধর করার কথা তিনি অস্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি বলেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে । তিনি কোন ছাত্রকে মারধর করেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মাহাতো বলেন ছাত্রদের মারধর করার অভিযোগ সঠিক নয়।ওই বাইশ জন ছাত্র বিদ্যালয়ের নিয়ম মেনে না চলার জন্য তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।