ঝাড়গ্রাম শারদ উৎসব ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও নিরাময় শিবির।

0
214

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম শহরের প্রিয়া সিনেমা হল সংলগ্ন এলাকার শারদ উৎসব ক্লাবের দুর্গা পুজো এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করবে। তাই ৭৫ বছরের দুর্গা পুজোকে স্মরণীয় করে রাখতে ওই ক্লাবের পক্ষ থেকে একাধিক সমাজ সেবা মূলক কর্মসূচির আয়োজন করেছে । তাই শনিবার কোলকাতার মুকুন্দপুর এলাকার শংকর নেত্রালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও নিরাময় শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ,ঝাড়গ্রাম এর জেলা শাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ আরো অনেকে। শনিবার ও রবিবার দুই দিন ধরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও নিরাময় শিবিরের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার প্রায় ৬০০ মানুষ ওই শিবিরে শামিল হয়েছিলেন। কোলকাতার বিশিষ্ট ডাক্তারবাবুরা তাদের চক্ষু পরীক্ষা করে দেখেন। অনুষ্ঠানে উপস্থিত ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন এই ধরনের উদ্যোগ মহত উদ্যোগ। আগামী দিনেও এই ক্লাব যাতে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে সে ব্যাপারে তিনি ক্লাবের সকল সদস্যকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন শুধু দুর্গাপুজো করে নয়, এলাকায় সমাজসেবা মূলক কাজ করে এই ক্লাবটি পরিচিতি লাভ করেছে। মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই এই ক্লাবের ধর্ম। তাই দুর্গাপূজাকে সামনে রেখে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও নিরাময় শিবিরের আয়োজন করার জন্য ওই ক্লাবের সকল সদস্যকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেইসঙ্গে ওই ক্লাবের পাশে থাকার তিনি আশ্বাস দেন।