নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটকে জেলা সদর করতে হবে।এবিষয়ে গতকাল সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাগরিক কনভেনশনে।গতকাল রানাঘাট পুরসভার তত্ত্বাবধানে আয়োজিত হয় নাগরিক কনভেনশন। আর গতকালের নাগরিক কনভেনশন নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রানাঘাটে দীর্ঘদিনের চেয়ারম্যান পার্থসারথী চট্টোপাধ্যায়। তিনি বলেন নাগরিক কনভেনশনে ডাকা হয়নি বিধায়ক ও সাংসদকে।আর এটা হয়েছে শাসক দলের অঙ্গুলি হেলনে। সবই শাসকদলের পরিচালনায় হচ্ছে। রানাঘাটে জেলা সদর হওয়ার মতো পরিকাঠামো আছে কিনা সে নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিধায়ক।চলুন শুনে নেওয়া যাক এবিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা গতকালের নাগরিক কনভেনশন নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক...