মনিরুল হক, কোচবিহার: স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে কোচবিহারে উত্তর প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে তিন দিনব্যাপী দেশাত্মবোধক আলোচনা হবে কোচবিহারের রবীন্দ্রভবনে। এদিন এবিষয় নিয়ে ব্রহ্ম মন্দির সংলগ্ন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উৎযাপন কমিটি। ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, দেবব্রত চাকী, পরিমল বর্মণ, ভুপালি রায় সহ আরও অনেকে।
এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কোচবিহারে উত্তর প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে উৎসব কমিটির সম্পাদক দেবব্রত চাকি জানান, স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে কোচবিহারে উত্তর প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে তিন দিনব্যাপী দেশাত্মবোধক আলোচনা হবে রবীন্দ্রভবনে।ওই অনুষ্ঠান পরিচালনা করবে কোচবিহার উত্তর প্রসঙ্গ পত্রিকা। আগামী ১৩, ১৪ এবং ১৫ ই আগস্ট দেশাত্মবোধক আলোচনা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার ৭৫ বছর পালিত হবে। তাঁর আগে ১৩ তারিখ এনজেএম স্টেডিয়ামের সামন থেকে শোভাযাত্রা বের হবে। সেই শোভাযাত্রা মদনমোহন বাড়ি হয়ে সুনীতি রোড ধরে পুলিশ লাইনের মোড় দিয়ে রবীন্দ্রভবনে গিয়ে শেষ হবে। ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে তিন দিন ধরে বিভিন্ন বিপ্লবীদের ভুমিকা ও কোচবিহারে মহারাজারা ভারতের স্বাধীনতার ক্ষেত্রে কি ভুমিকা পালন করেছে তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ওই তিন দিনে স্থানীয় বিভিন্ন নাট্য গোষ্ঠীর পরিচালনায় ৫টি নাটক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেবব্রত বাবু।
Home রাজ্য উত্তর বাংলা স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী দেশাত্মবোধক আলোচনা হবে কোচবিহারের রবীন্দ্রভবনে।