ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে চলেছে করোনার প্রকোপ,সমুদ্র সৈকত দীঘায় মাইকিং করে সর্তকতা জারি প্রশাসনের।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ধীরে ধীরে আবারো ঊর্ধ্বমুখী হতে চলেছে করোনার প্রকোপ,তারই মধ্যে ওক্রিমণের আতঙ্ক, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাক্স পরিধারণ করতে হবে,তারই মধ্যে চলছে শীতের মৌসুম, বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরতে যাচ্ছে বহু মানুষ, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে এবার মাইকিং করে সর্তকতা জারি করা হচ্ছে,শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় উঠে এলো এমনই চিত্র, যেখান প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কড়া বার্তা দেওয়া হচ্ছে মাক্স না পড়ে সমুদ্রসৈকতে প্রবেশ নিষিদ্ধ, পাশাপাশি যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, শুক্রবার সকাল থেকেই মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে এমনভাবেই সর্তকতা জারি করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রসৈকতে বিভিন্ন হোটেল গুলোতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি যেসব পর্যটকরা সমুদ্রসৈকতে এসেছেন তাদের কোভিড টেস্ট বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *