পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদনীপুরের মেদিনীপুর শহরে রাঙ্গামাটি এলাকায় একটি পুরনো গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটলো শুক্রবার বিকেলে। বিকেল চারটের পর হঠাৎ ওই গোডাউন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা বুঝতে পারেন আগুন লেগেছে বলে। খবর দেয় দমকলে। এরপর দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ ধরে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তবে সময়ে দমকল চলে আসায় আগুন পাশাপাশি এলাকায় ছড়াতে পারেনি। ওই গোডাউনের ভিতর পুরনো পেটি ও কাগজের টুকরো থাকতো। দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।
Leave a Reply