বুলবুলচন্ডী ক্রিকেট অ্যাসোসিয়েশন তরফে একদিনের ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বুলবুলচন্ডী ক্রিকেট অ্যাসোসিয়েশন তরফে একদিনের ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়।এই প্রতিযোগিতায় হবিবপুর থানা বামনগোলা থানার বিভিন্ন জায়গা নিয়ে পরিচালনা করা হয়।এই খেলা অনুষ্ঠিত হয় এক দিনের খেলায় বিভিন্ন জায়গার প্রতিযোগিরা অংশগ্রহণ করে দিনভর খেলা চলে। একদিনে এই খেলায় অ্যাসোসিয়েনের পক্ষ থেকে নিয়ম মেনেই খেলা চালু হয়। খেলার নিয়ম ছিলো দুই দলে করে ভাগ করে দেওয়া হয়।এই খেলায় প্রথম পুরস্কার ৪০০০ টাকা সহ ট্রফি। দ্বিতীয় পুরস্কার ৩০০০টাকা সহ ট্রাফি। এই খেলা ঘিরে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় কমিটির তরফে। একদিনের খেলায় চ্যাম্পিয়ান হয় এলাকার একটি টিম সেই টিমে ছিলেন বিশ্বজিৎ সিংহ, দেবু সিংহ ও রানাস হয় হবিবপুর থানার এ এস আই আশিষ গোস্বামী,রিংকু সিংহ । জানা গিয়েছে হবিবপুর থানায় তিনি কর্মরত রয়েছে ডিউটি সাথে সাথে খেলার আগ্রহী রয়েছে তাই তিনি জানতে পেরে অংশ গ্রহনকরেন এবং রানাস কাপ জিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *