উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহিলারা এক অভিনব উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহিলারা এক অভিনব উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো।কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাঞ্জন দাসকে সম্মোধন ও ফুলের তোড়া দিয়ে এক অভিনব উদ্যোগে নারী দিবস পালন করলেন কালিয়াগঞ্জ।নারীরা যখনই বিপদে পড়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয় প্রশাসনিক কিন্তু মহিলাদের সুরক্ষা দিতে পারে।এই কথা মাথায় রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালিয়াগঞ্জ থানার পুলিশকর্মীদের মিষ্টিমুখ করালেন কালিয়াগঞ্জ মহিলা পক্ষে থেকে সপ্না গুহ জানান কালিয়াগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের যেভাবে সুরক্ষা দিচ্ছেন তাতে আমরা খুব গর্বিত কালিয়াগঞ্জ ভারপ্রাপ্ত আধিকারিক দিপঞ্জন দাস নেতৃত্বে শিশু পাচার,বধূ নির্যাতন,বধু হত্যা সেভাবে আর শোনা যায় না প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী রেখা রায়,রিতা ঠাকুর,স্বপ্না তলাপাত্র,বাপি দেব,শিল্পী বারোই দীপ্তি পাল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *