খেলাচ্ছলে ৪ বছরের শিশু কন্যার শ্বাসনালীতে আটকে গেল বোতাম,শালবনি সার্জারি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরল অদ্রিশা।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বোতাম নিয়ে খেলাচ্ছলে নাকের ভেতর বোতাম ঢোকানোর চেষ্টা করে এই বছর চারেকের শিশুকন্যা অদ্রিশা। কিন্তু অকারনবশত সেই বোতাম ঢুকেও যায় নাকের ভেতরে! এরপরই, শুরু হয় কান্না। ছুটে আসেন বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিক-ওদিক খোঁচাখুঁচি করাতে সেই বোতাম নাক থেকে চলে যায় শ্বাসনালীতে! শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু, আনন্দপুর থানার (কেশপুর ব্লকের অন্তর্গত) সোলডিহা গ্রাম থেকে ১০-১২ কিলোমিটার দূরে শালবনী-তে নিয়ে আসতে আসতেই ছোট্ট অদ্রিশা’র শ্বাসকষ্ট আরও বাড়ে, শরীর প্রায় নীল হয়ে যায়! হয়তো আরও কিছু সময় দেরি হলেই ঘটে যেতে পারতো মারাত্মক দুর্ঘটনা। এরপর শালবনী হাসপাতালের সার্জেন ডাঃ সন্দীপ চ্যাটার্জি আর কোনো কিছু ভাবার বা রেফার করার ঝুঁকি নেননি! তৎক্ষণাৎ অদ্রিশা-র শরীর অসাড় করে (লোকাল অ্যানাস্থেসিয়া) ওই বোতাম বের করেন। সহযোগিতা করেন অন্যান্য চিকিৎসক ও নার্সরা‌। প্রাণ বাঁচে অদ্রিশা’র। কয়েকঘন্টার মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় অদৃশা। তবে চিকিৎসকের এই চিকিৎসায় ছোট্ট কন্যা শিশুর প্রাণ রক্ষায় খুশি পরিবার পাশাপাশি প্রশংসার ঝড় স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *