গোয়ালতোড়ে বিজেপি ও সিপিএম দল ছেড়ে দুই শতাধিক কর্মী ও সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই নম্বর ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার জিরাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান মেলা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের গড়বেতা দুই ব্লকের সভাপতি ভাস্কর চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয় সহ আরো অনেকে । ওইঅনুষ্ঠানে বিজেপি নেতা পিনাকী রঞ্জন ঘোষ ওরফে রাজা ও অজিত মালের নেতৃত্বে বিজেপি দল ছেড়ে শতাধিক মানুষ তৃণমূলে যোগদান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির বিজেপির নির্বাচিত সদস্য জয়শ্রী মাল ।এছাড়াও সিপিএম দল থেকে বহু মানুষ যোগদান করেন। রবিবার বিজেপি ও সিপিএম দল ছেড়ে প্রায় দুই শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পর রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছে, উন্নয়নের পাশে রয়েছে ।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষের পাশে থাকার জন্য দলে দলে মানুষ বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করছেন । তৃণমূলে যোগ দেওয়া সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে গড়বেতা দুই নম্বর ব্লকে বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে তা যেমন পৌরসভা নির্বাচনে প্রমাণিত হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনে ও প্রমানিত হবে ।তাই সকলকে তিনি ঐক্যবদ্ধভাবে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করার আহ্বান জানান। যোগদান পর্ব শেষ হওয়ার পর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় । প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন ।প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকার কে ধিক্কার জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *