এই প্রথম নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা তে কোন মহিলা কাউন্সিলর পৌরপতি হিসেবে শপথ নিলেন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এই প্রথম নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা তে কোন মহিলা কাউন্সিলর পৌরপতি হিসেবে শপথ নিলেন। বুধবার দুপুরে কৃষ্ণনগর পৌরসভায় অনুষ্ঠিত হলো শপথ অনুষ্ঠান। পৌরপতি হিসেবে এইদিন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত জয়ী প্রার্থী রিতা দাস। উপপতি হিসেবে শপথ নিলেন নরেশ চন্দ্র দাস। গত পৌর নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পাখিরা জয়লাভ করেছে ১৬ টিতে। নির্দল চারটি, ও কংগ্রেস চারটি আসনে জয়লাভ করে। বাকি একটি আসনে জয় যুক্ত হয় বিজেপি মনোনীত প্রার্থী। তারই পরিপ্রেক্ষিতে এই দিন দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল জয়ী প্রার্থীদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে রিতা দাস পৌরপতি ও নরেশ চন্দ্র দাস উপপতি হিসেবে হিসেবে শপথ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *