পূঃ নেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ১৬,৩,২০২২, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এ মহান স্বাধীনতা সংগ্রামী সুশীল ধারা ও মাতঙ্গিনি হাজরা র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন JDU,National Council Member Ashoke Das, তারপর তিনি Nitish Model এর প্রচার ও Janata Dal United, এর জনসংযোগ অভিযান কর্মসূচি শুরু করেন, উপস্থিত ছিলেন,JDU District President, Krisnaprasa Sen,State Secretary,Kamal Bag,District Secretary,Tarapada Mali, যুব নেতা দীপক বর,দীপক দাস, গণেশ বেড়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অশোক বাবু, নীতীশ মডেল, সম্পর্কে বলেন,
দলতন্ত্র মুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা, হিংসা মুক্ত, মদ মুক্ত বাংলা গঠন, দলতন্ত্র ও হিংসা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ন্যায় এর সাথে উন্নয়ন ও কর্ম সংস্থান, Nitish Model এর মূল বিষয়,
বাংলায় গণতান্ত্রিক সমাজবাদী সমাজ প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য,
JDU,Nitish Brigade, Samajbadi Sangha এর পক্ষে
Ashoke Das JDU National Council Member,
৭৪৭৭৮৮৪৩২৫,
Leave a Reply