মনিরুল হক, কোচবিহার: প্রশাসনের নজর এড়াতে নদীতে কাঠের লক্ ভাসিয়ে অবৈধভাবে পাচারের চেষ্টা, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে অবৈধ কাঠ পাচার রুখে দিল বনদপ্তর এর কর্মীরা। বনদপ্তরের কর্মীদের নিয়ে চললো রুটমার্চও।
শনিবার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত মহিষকুচি ১ নং গ্রাম পঞ্চায়েতের জালধোঁয়া ঘাট এলাকায় ঘটনা। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, আটিয়ামোচড় বিট ও নাগুরহাট বিট অফিসের তৎপরতায় রায়ডাক নদী দিয়ে অবৈধভাবে কাঠ পাচারের ছক বানচাল করা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে শিমুল, ভেল্লি, কদম গাছের লক্। যার আনুমানিক বাজার মূল্য প্রায় 30 হাজার টাকা। অবৈধ কাঠ পাচারকারীদের সতর্ক করতে এলাকায় চলে রুট মার্চ।
অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে শালডাঙ্গা এলাকায় অনবরত অভিযান চলবে বলেও বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply