সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পথ কুকুর কে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে গুরুতর জকম হলেন এক যুবক।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জীবনতলা থানার অন্তর্গত নলগড়া এলাকায়।গুরুতর জখম যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা থানার ঝোড়োর মোড়ের বাসিন্দা চন্দন দাস। বাইক চালিয়ে কাজে যাচ্ছিলেন।রাস্তার উপর একটি কুকুর দৌড়ে আসে।কুকুর কে বাঁচাতে মুহূর্তে বাইকের ব্রেক কষেন ওই যুবক। কুকুর টি প্রাণে বাঁচলেও বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় উপর পড়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। স্থানীয়রাই ওই যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে আশাঙ্কাজনক অবস্থা চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।
Leave a Reply