বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলারদের আজ দুবরাজপুর তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল, দুবরাজপুর কোর্ট ইউনিটের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি দুবরাজপুর কোর্টের ল’ক্লার্ক এসোসিয়েশনের পক্ষ থেকেও নব নির্বাচিত কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার সরকারী আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দুবরাজপুর শহর তৃণমূল যুব সভাপতি সাগর কুন্ডু সহ আরো অনেকে।
তৃণমূল লিগ্যাল সেলের উদ্যোগে কাউন্সিলারদের সংবর্ধনা।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220320_151332.jpg)
Leave a Reply