নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার পাশাপাশি শান্তিপুরের বিভিন্ন গ্রাম শহরে এসইউসিআই এর কর্মী সমর্থকরা মাইক সহযোগে টোটো তে করে প্রচার চালাচ্ছেন আগামী ২২ শে মার্চ কলকাতা এবং শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলে জনমত এবং সক্রিয় অংশগ্রহণ করার জন্য। তাদের দাবি কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত জন বিরোধী কৃষি-শিল্প শিক্ষানীতি, বেকারি, মূল্যবৃদ্ধি ,বেসরকারিকরণ, শ্রমিক বিরোধী লেবার কোড, সাম্প্রদায়িক রাজনীতি, ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাজ্য সরকারের দুয়ারে মদ, হাসপাতালে ওষুধ বাতিল দলবাজি দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে, ন্যূনতম মজুরির দাবিতে, সমস্ত বন্ধ চা বাগান খোলার দাবিতে এবং চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও স্থায়ী কাজের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নেতৃত্ব।
দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন সমূহের ডাকে ২৮ এবং ২৯ শে মার্চ তারা সারা ভারত সাধারণ ধর্মঘট পালন করতে চলেছেন। আর তারই কমপক্ষে এই বিক্ষোভ মিছিল অনেকটাই জনমত সৃষ্টি করতে পারবেন বলে দাবি করেছেন এসইউসিআই নেতৃত্ব।
Leave a Reply