মনিরুল হক, কোচবিহারঃ মাসিক ভাতার পরিমান বৃদ্ধি সহ একাধিক দাবী নিয়ে জেলা শাসকের দপ্তরে দুটি স্মারকলিপি দিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। এদিন কোচবিহারের সাগরদিঘি পারে অবস্থিত জেলাশাসকের দপ্তরের সামনে হাতে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন সিটিজেন ফোরাম ফর পিডব্লিউডিএর সদস্যরা। এই ডেপুটেশান জেলা শাসকের মধ্য দিয়ে থেকে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি সহ রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে চান। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক, এই সমিতির বাকি আধিকারিকেরা।
তাদের দাবি গুলি হল, বেকার প্রতিবন্ধীদের প্রতিমাসে ভাতার পরিমান ৫ হাজার টাকা করতে হবে, সকল সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের সুবিধার্থে রেল পদ্ধতিতে নামাঙ্কিত করতে হবে, প্রতিবন্ধীদের ব্যবহার্য সামগ্রীর সকল সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে, জন প্রতিনিধিদের সংরক্ষন দিতে হবে।
এদিনের এই ডেপুটেশান প্রসঙ্গে উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিপদ তারণ দাস বলেন, “বেকার প্রতিবন্ধীদের প্রতিমাসে ভাতার পরিমান বৃদ্ধি, সকল সরকারি দপ্তরে দৃষ্টিহীনদের সুবিধার্থে রেল পদ্ধতিতে নামাঙ্কিত করা, প্রতিবন্ধীদের ব্যবহার্য সামগ্রীর সকল সামগ্রীর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা, জন প্রতিনিধিদের সংরক্ষন দেওয়া সহ একাধিক দাবীতে জেলা শাসকের দপ্তর থেকে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি সহ রাজ্য সরকারের কাছে দুটি ডেপুটেশান পাঠানো হবে।”
একাধিক দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে দুটি স্মারকলিপি দিলেন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220321_183552.jpg)
Leave a Reply