পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের মতই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে শুরু হয়েছে রাজ্যের তাঁতী ভাইদের হাতে বোনা তাঁত বস্ত্র প্রদর্শনী ও তার পাশাপাশি মেলা। এই মেলা উদ্বোধন করলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র সহ-জেলা পরিষদের কর্মাদক্ষ সোমনাথ বেরা, চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় , ভাইস চেয়ারম্যান লীনা মাভৈঃ রায় ও সমস্ত কাউন্সিলাররা ।পশ্চিমবঙ্গ সরকারের কুটির শিল্প সংস্থার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি (কন্টাই) এর ওপর তারা এরকমই স্থায়ীভাবে তাঁতবস্ত্রের বেশ কয়েকটি স্টল দিচ্ছেন বলে জানা যায়। আর এই স্টল যদি পূর্ব মেদিনীপুর জেলার আরো একটি সংখ্যা বাড়িয়ে তমলুকের রাধামনি শাড়ির বাজারে করা যায় ,তাহলে এতে তাঁতী ভাইয়েরা অনেক উপকৃত হওয়ার পাশাপাশি, মানুষ এই তাঁত বস্ত্রের প্রতি আরও আকৃষ্ট হবে মনে করেই পশ্চিমবঙ্গ কুটির শিল্প উন্নয়ন কমিটির কাছে মন্ত্রীর সৌমেন কুমার মহাপাত্র প্রস্তাব রাখেন। যদিও এই মার্কেট তৈরি করার জন্য পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এক একর জায়গা সহ সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। এইদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন দীর্ঘ দুই বছর করোনার বাড়বাড়ন্তের জন্য বন্ধ ছিল এই মেলা, তবে রাজ্য সরকারের স্বাস্থ্য কাঠামো ঢেলে সাজানোর ফলে আজ সংক্রমনের সংখ্যা শূন্য, স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবনযাত্রা, তাই পুনরায় চৈত্র তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে, আমরা খুব আনন্দিত এবং সাধারণ মানুষ খুব উৎসাহিত।
Leave a Reply