পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলাতে বনধের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে বেসরকারি বাস চলাচল না করলেও সরকারি বাস চলাচল করছে। তবে বন্ধ সমর্থনকারীরা পথে নেমেছেন এবং সেই সরকারি বাস চলাচল কে প্রতিহত করার চেষ্টাও করছেন। জেলার মুখ্য ডাকঘর বন্ধ রয়েছে, জেলাজুড়ে কড়া পুলিশি প্রহরা লক্ষ্য করা গেছে। পাশাপাশি খড়্গপুর, দাঁতন, ঘাটাল সহ জেলার বিভিন্নস্থানে কোথাও জাতীয় সড়ক অবরোধ, কোথাও মিছিল আবার কোথাও বা দোকানপাট বন্ধ করা হয়েছে। এককথায় জেলাজুড়ে বনধ এর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলাতে বনধের মিশ্র প্রতিক্রিয়া।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220328_123600.jpg)
Leave a Reply