পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ও মঙ্গলবার ১২ দফা দাবি নিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন, সোমবার সকাল থেকে সেই সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নেমেছি বামপন্থী সংগঠনগুলি, এইদিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তে সাধারণ ধর্মঘটের সমর্থনে জাতীয় সড়ক অবরোধ করে এসইউসিআই বামপন্থী সংগঠন, তবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ,এইদিন গোটা এলাকার মিছিল করে সাধারণ ধর্মঘটের সমর্থনে।পাশাপাশি সারা জেলায় এই সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেল, বেসরকারি যানবাহনের সংখ্যা খুবই কম তবে হাতেগোনা কয়েকটি সরকারি যানবাহন চলছে তেমনিই ছবি উঠে এলো এই দিন।
সাধারণ ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই পথে নেমেছে বামপন্থী সংগঠনগুলি, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/IMG-20220328-WA0044.jpg)
Leave a Reply