সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম সাহেব সরদার(২৫)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি হালদার পাড়া এলাকায়।ক্যানিং থানার পুলিশ সোমবার রাতেই ওই যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঠিক কি কারণে আত্মঘাতী হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে সাহেব সরদার তামিলনাড়ুতে রাজমিস্ত্রীর কাজ করতো।আটেশ্বর মেলা উপলক্ষে গত এক সপ্তাহ আগে সে বাড়িতে ফিরেছিল। সোমবার সকালে চুল,দাড়ি কেটে ফ্রেস হয়েছিল।এরপর সকলের অলক্ষ্যে মাঠের মধ্যে একটি আমগাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক।স্থানীয় লোকজন সহ জয়দেব সরদার, গোবিন্দ হালদার’দের নজরে পড়ে মাঠের মধ্যে আম গাছের দিকে।তারাই ওই যুবক কে গাছ থেকে নামিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবক কে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
এমন মর্মান্তিক ঘটনার কথা গোলাবাড়ি গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply