নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বাম কংগ্রেসের শ্রমিক সংগঠন গুলোর ডাকা দু দিনের বনধ আজ মঙ্গলবার দ্বিতীয় দিন। তবে সকাল থেকেই জলপাইগুড়ি শহর অনেকটাই স্বাভাবিক ছন্দে। সকালে সীমান্ত শহর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেনটি ও কোনো বাধা ছাড়াই জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করে এবং নির্দিষ্ঠ সময়ে ছেড়ে যায়, স্টেশন চত্বরে ও কোনো বনধ সমর্থকদের দেখা মেলেনি । এছাড়াও শহরের বিভিন্ন স্কুল গুলিও যথারীতি স্বাভাবিক ভাবেই চলছে। সব মিলিয়ে সকাল নটা পর্যন্ত দ্বিতীত দিনের বনধ এর কোনো প্রভাব লক্ষকরা যায় নি।
চলছে ট্রেন ,নেই সরকারি অফিসের গেটে কোনো বনধ সমর্থক, দ্বিতীয় দিনে ক্রমশই স্বাভাবিক হচ্ছে জনজীবন।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220329_140802.jpg)
Leave a Reply