বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার রামপুরহাট কান্ড নিয়ে তরজার জেরে মারপিট-হাতাহাতি এমনকী তুমুল ধস্তাধস্তি জখম এবং অসুস্থ হোয়ে পড়েছেন একাধিক বিধায়ক। এই ঘটনার জেরে বিজেপির পাঁচজন সাসপেন্ড হয়েছেন। তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করছে। সোমবার বিধানসভার মধ্যে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের হাতাহাতিতে ঘটেছে রক্তারক্তি।অ্যাম্বুল্যান্সে করে বিধানসভা থেকে হাসপাতালে বেরিয়েছেন বিধায়করা। আজ মঙ্গলবার তারই প্রতিবাদে বীরভূম জেলার দুবরাজপুর থানার সামনে দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপি নেতা তথা প্রাক্তন কাউন্সিলার সত্যপ্রকাশ তেওয়ারি ওরফে মুন্না তেওয়ারি, সিউড়ি বিধানসভার কনভেনার জয়ন্ত আচার্য, বরিষ্ঠ কার্যকর্তা বিশ্বনাথ দত্ত, দুবরাজপুর শহর বিজেপির কনভেনার করুনাময় মুখার্জি, বিজেপির কার্যকর্তা গোপাল ভীমরাজকা, রঞ্জিত সিং সহ আরো অনেকে। এদিন সাধারণ সম্পাদক টুটুন নন্দী জানান, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বিধায়করা আমাদের বিধায়কদের প্রাণঘাতী হামলা চালায়। তারই প্রতিবাদে আজ আমরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম।
দুবরাজপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ প্রদর্শন।।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/03/20220329_213256.jpg)
Leave a Reply