পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের দেবঘর জেলার সারবাঁ থানার সারবাঁ এলাকায় পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক ও আর এক পরিবারে সদস্যের। মৃত সাংবাদিকের নাম দেবাশীষ মাজী ও অপরজন দেবাশীষের নিজের কাকার ছেলে নাম দীপঙ্কর মাজীর। পুলিশ সূত্রে জানা গেছে দেবঘর জেলার সারাবাঁ (Sarwan) থানার অন্তর্গত জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন দুজনে। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে । দুর্ঘটনার পরে স্থানীয় সারবাঁ থানার পুলিশ উদ্ধার করে দুজনকে দেবঘর বাবাধাম সদর হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। দূঃর্ঘটনা ঘটেছে গতকাল বুধবার রাত্রি দশটা নাগাদ। স্থানীয়সূত্রের খবর একটি গাড়ীর ধাক্কায় এই দূঃর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।রাতে স্থনীয়দের নজরে আসে বিষয়টি।কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়।এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর মোবাইলের সূত্রধরে পরিবারের লোকজনদের খবর দেয় পুলিশ।রাতেই রওনা হয় সাংবাদিক দেবাশীষের পরিবারের লোকজন।বৃহস্পতিবার সকালে গিয়ে দেহ চিহ্নিত করে পরিবারের লোকজন।জানাগেছে দেবাশীষের সম্পর্কে কাকার ছেলে দীপঙ্কর ঝাড়খন্ডে একটি কোম্পানিতে কাজ করতেন।গত দুদিন আগে দীপঙ্করের কাছে ঘুরতে যায় দেবাশীষ।বুধবার বাবাধাম এলাকায় ঘুরতে যায় বলে জানাগেছে।ফেরার সময় এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকায় ও সাংবাদিক মহলে শোকের ছায়া।
Leave a Reply