রগড়া গ্রাম পঞ্চায়েতের বৈশাখীপাল এলাকায় শ্মশান যাত্রী প্রতীক্ষালয় এর উদ্বোধন করলেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বৈশাখী পাল এলাকায় রগড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চানন দাসের উদ্যোগে বৈশাখীপাল এলাকায় শ্মশান যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হয়েছে। শুক্রবার ওই শ্মশান যাত্রী প্রতীক্ষালয় এর উদ্বোধন করলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো,সাঁকরাইল ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউত, সাঁকরাইল ব্লক এর বিডিও রথীন বিশ্বাস,রগড়া অঞ্চলের প্রধান পঞ্চানন দাস,বিশিষ্ট সমাজ সেবী অনুপ মাহাতো সহ অন্যান্যরা।ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্মশান যাত্রী প্রতীক্ষালয় এর উদ্বোধন করার পর বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বলেন রগড়া এলাকার বাসিন্দাদের এতদিনের একটা চাহিদা পূরণ করতে পেরেছেন রগড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা তাই তাদেরকে সাধুবাদ জানাই।সেইসঙ্গে তিনি ওই এলাকার মানুষজনের কাছে আবেদন জানান এই প্রোপার্টি আপনাদের নিজেদের, তাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। যেভাবে আপনারা রাখতে পারবেন সেভাবেই থাকবে এই শ্মশান যাত্রী প্রতীক্ষালয় টি। সাঁকরাইল ব্লকের কৃষি কর্মধক্ষ কমল কান্ত রাউৎ বলেন প্রথমে ধন্যবাদ জানাই রগড়া পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের।যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। সাঁকরাইল ব্লক এর রগড়া এলাকায় পঞ্চায়েত প্রধানের উদ্যোগে যেমন শ্মশান যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে। আগামী দিনে প্রত্যেকটি অঞ্চলে এই শ্মশান যাত্রী প্রতীক্ষালয় তৈরি করতে পারি সর্বান্তকরণে সেই চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *