নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানালো জটেশ্বর যুব তৃনমূল ও তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে ও জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের সমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জলের বোতল ও চকলেট তুলে দেয় সংগঠনের সদস্যরা। এদিন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দেবজিৎ পাল জানান, “দীর্ঘদিন করোনা আবহ কেটে পড়ুয়ারা স্কুলে উপস্থিত হয়ে পরীক্ষা দিচ্ছে, তাই তাদের হাতে কলম, জলের বোতল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আগামী দিনে বাকি পরীক্ষা কেন্দ্র গুলোতে এই কর্মসূচি পালন করা হবে।”
Leave a Reply