আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়বে যুব তৃণমূল : সুপ্রকাশ গিরি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়বে যুব তৃণমূল। সৈকত নগরী দিঘায় অনুষ্ঠিত সাংগঠনিক সভা থেকে এমনই ইঙ্গিত দিলেন যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল নেতৃত্বদের নিয়ে দিঘায় একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করেন যুবনেতা সুপ্রকাশ গিরি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রকাশ বাবু বলেন, তৃণমূল যুব কংগ্রেসকে আরো বেশি শক্তিশালী হয়ে কেন্দ্রের অপদার্থ সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *