দুর্ঘটনার রাশ টানতে হেলমেট চেকিং এবং ছাদ থেকে লোক নামাচ্ছে কোতুলপুর থানার পুলিশের।

আবদুল হাই, বাঁকুড়া :- দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে সেই কারণেই বাঁকুড়া জেলার কোতুলপুর থানার পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চলছে হেলমেট চেকিং এবং অসচেতনভাবে গাড়ি চালালে করা হচ্ছে জরিমানা এমনকি বাস পিকআপ ভ্যান ট্রেকারের ছাদে লোক নিয়ে গেলে তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে এবং কড়া ভাষাই জানিয়ে দেওয়া হচ্ছে পরের দিন যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে কঠোর আইনত ব্যবস্থা নেবে কোতুলপুর থানার পুলিশ ।আজ কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল নিজে রাস্তায় নামেন এমনকি প্রত্যেক অসচেতন ব্যক্তি কে শেষবারের মতো সতর্ক করে দেন পরের বার যদি এমনটা হয় তাহলে কড়া দাওয়াই দেবে কোতুলপুর পুলিশ প্রশাসন।এত করেও কি একশ্রেণীর মানুষের চেতনা ফিরবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *