নদীয়া, নিজস্ব সংবাদদাতা: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুপার্স নোটিফায়েড অঞ্চলে রবিবার চার হাজার তৃণমূল কর্মী সমর্থক নিয়ে কুপার্স শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উপ পৌরপতি দিলীপ দাসের নেতৃত্বে এই মহামিছিলের আয়োজন করলো কুপার্স তৃণমূল কংগ্রেস। কুপার্স তৃণমূল ভবন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তায় এই মিছিল পরিক্রমা করে। এদিন মিছিলে প্রতীকী গ্যাস ,স্কুটি রান্নার সরঞ্জাম সহ প্ল্যাকেড নিয়ে মিছিল বের হয় । নেতৃত্ব দেন কুপার্স নোটিফায়েড অঞ্চলের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উপ পৌরপতি দিলীপ দাস , পৌরপতি শিবু বাইন কাউন্সিলর পিন্টু দত্ত,প্রশান্ত সরকার সহ স্থানীয় নেতৃত্ব ।
Leave a Reply