পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ- তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান ॥”
কবির এই আপ্তবাক্যকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পূজা নাউডুর উদ্যোগে এবং দৃষ্টি ওয়েলফেয়ার সোসাল সার্ভিসের সহায়তায় দুই দিন ব্যাপী দ্বিতীয় বর্ষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো কাউন্সিলর কার্যালয়ে। কাউন্সিলর পূজা নাউডুর র স্বামী প্রয়াত শ্রীনু নাউডুর স্মৃতির উদ্দেশ্যে এই সামাজিক অনুষ্ঠান। কাউন্সিলর পূজা নাউডু জানান যে প্রতিবছর নানান ধরনের সামাজিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবির এই নিয়ে দ্বিতীয় বার হচ্ছে। দরিদ্র মানুষের চক্ষু পরীক্ষা, ঔষধ এবং চশমা সবকিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে। ১০০ জনের টার্গেট রাখা হয়েছে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে আগামী কাল ও এই শিবির করা হবে। অনুষ্ঠানে র উদ্বোধন করেন মহকুমা শাসক আজমল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পূজা নাউডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।
Leave a Reply