খাপ পঞ্চায়েতের ঘটনায় গ্রেপ্তার পাঁচ, বিজেপি চক্রান্ত করেছে অভিমত বিধায়কের, অস্বীকার বিজেপির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের চক দ্বাড়িবেড়িয়া গ্রামে খাপ পঞ্চায়েতের ঘটনার পর পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার সাথে যুক্ত গ্রাম কমিটির পাঁচ জনকে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার। তাদের মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে পাঠায়। মঙ্গলবার এলাকার মানুষের সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস,কর্মাধ্যক্ষ তরুন মন্ডল, সেখ রহমান সহ অন্যান্যরা। বিধায়ক জানান, এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য। গ্রাম কমিটি ১২ জনের মধ্যে দুজন শাসকদলের।বিজেপি শাসকদলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি বিধায়ক হিসাবে বলতে চাই শাসক হোক বা বিরোধী সকলে যেনো শান্তিভাবে এলাকায় বসবাস করে।বিধায়কের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান, স্থানীয় বিজেপি নেতা স্বপন কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *