বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের বগটুই কান্ড পরিদর্শনে এসে বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা গুলি বারুদ উদ্ধারের জন্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সম্মুখে নির্দেশ দেন। ঠিক তার পরের দিন থেকেই পুলিশ সক্রিয় ভূমিকা পালন করতেই জেলার প্রতি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হতে শুরু করে আগ্নেয়াস্ত্র বোমা ও গুলি। গতকাল মঙ্গলবার খয়রাসোল ব্লকের লোকপুর থানার বারাবন জঙ্গল সংলগ্ন পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের পাশে এক জেরিকেন ভর্তি আনুমানিক ৩০-৩২ টি তাজা বোমা উদ্ধার করেছিল লোকপুর থানার পুলিশ। আজ বুধবার সিআইডির বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
Leave a Reply