জাতীয় সংগীতে অবমাননার অভিযোগ তুলে কাঁথি থানায় শুভেন্দু সহ চার নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃনমূলের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত ৩রা এপ্রিল জাতীয় সংগীত আবারো অবমাননা হয়েছে বলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানায় অভিযোগ করলো তৃণমূল। জানা যাচ্ছে গত ৩০শে মার্চ কাঁথিতে তৃণমূলের এক বিক্ষোভ কর্মসূচি তে জাতীয় সংগীত ভুল গাওয়া হয়েছিলো বলে সরব হয়েছিল বিজেপি সেই নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা সৌমেন্দু, ভাষাগত ত্রুটি হয়েছিল ঐ জাতীয় সংগীত বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পাল্টা ৩রা এপ্রিল কাঁথির বন্দেমাতারাম স্পোটিং ক্লাবে জাতীয় সংগীত খুব ঘটা করে গাওয়া হয় কিন্তু সেই জাতীয় সংগীত,ভাষাগত ত্রুটি না থাকলেও নির্দিষ্ট সময় মত মানে ৫২ সেকেন্ড গাওয়া হয়নি বলে এবার অভিযোগ দায়ের করলো কাঁথি ১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। সেই সংগীত ১মিনিট গাওয়া হয়েছে বলে জানা গেছে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এই বিষয় নিয়ে এখনও বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *