পথদুর্ঘটনা রুখতে আবারো তৎপর কোতুলপুর থানার পুলিশ।

আবদুল হাই, বাঁকুড়াঃ আর্মি স্টিকার লাগানো বিনা নাম্বার প্লেটের এক বাইক আরোহী কে আটকে জিজ্ঞাসাবাদ করলো কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের রাম নারায়ন পাল।

পথদুর্ঘটনা রুখতে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল এবার পথে নামলেন, সকাল থেকে যে সমস্ত বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন, তাদের আটক করলেন একইসঙ্গে বাসের ছাদে অবাধে মানুষের যাতায়াত রুখতে বাস থামিয়ে বাসের ছাদ থেকে যাত্রীদের নিচে নামালেন, বাসের চালক কে কড়া নির্দেশ দেন যাতে আর কখনো বাসের ছাদে যাত্রীর না নিয়ে যায়,
প্রসঙ্গত উল্লেখ্য বিগত কয়েকদিনে কোতুলপুর থানা এলাকায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটে গেছে, পথদুর্ঘটনা রুখতে কোতুলপুর থানার দায়িত্বভার গ্রহণ করে বিভিন্ন রকম ভাবে এলাকার মানুষদের সচেতন করছেন ওসি রাম নারায়ন পাল, আগামী দিনেও সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *