পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের আগমনী হলে আলী হোসেন সরদারের স্মরণে হ-জ-ব-র-ল সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়,পাশাপাশি সাহিত্য পত্রিকা ও অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন, যার শুভ উদ্বোধন করলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রচনা ব্যানার্জি, রামদলাল পান্ডে সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্ত দাতা রক্ত দান করেন।
Leave a Reply