পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মদ খাওয়ার পর মাতালকে পয়সার চাওয়া হলে ব্যাগ থেকে বের করে বোম বের করে মদ ব্যবসায়ীর উদ্দেশ্যে ছোড়া হলে সেই বোম নিজের পায়ের কাছে ফেটে বিপত্তি, কর্মের ফল ভোগ করতে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার ঘেলঘড়িয়া গ্রামে,এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানা গিয়েছে ওই আহত ব্যক্তির নাম কুনাল মহাপাত্র । বোম না বাজি তা খতিয়ে দেখছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ । অন্যদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘেলঘড়িয়া গ্রামে ।
Leave a Reply