নয়াগ্রামে বিজেপি দল ছেড়ে 300 টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  রবিবার নয়াগ্রাম ব্লকের জামিরাপাল এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় ।ওই প্রতিবাদ মিছিলে ও পথসভায় এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু ,নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রমেশ রাউৎ ও নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। প্রতিবাদ মিছিলের শেষে এক পথসভার আয়োজন করা হয়। ওই পথসভায় জামিরাপাল এলাকার বিজেপির কর্মী ও সমর্থক হিসেবে পরিচিত 300 টি পরিবারের সকলে বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সকলের হাতে পতাকা তুলে দেওয়ার পর নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু বলেন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছে। আগামী দিনে সাধারণ মানুষের বেঁচে থাকা দায় হয়ে উঠছে। তাই এই এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা তাদের ভুল বুঝতে পেরে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তারাও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বিজেপি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল লোকসভা নির্বাচনে। মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। তাই বিধানসভা নির্বাচনে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। নয়াগ্রাম বিধানসভা এলাকার মানুষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে প্রত্যাখ্যান করবে। বিজেপি প্রার্থী খুঁজে পাবেনা। যেভাবে মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাতে বিজেপিকে দুরবিন দিয়ে খুঁজে দেখতে হবে ।তাই রাজ্যের উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য নয়াগ্রামের জামিরাপাল এলাকার 300 টি পরিবারের বিজেপি কর্মী ও সমর্থকরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *