পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের হিন্দু সেবা সমিতির পক্ষ থেকে রবিবার রামনবমী উপলক্ষে বিশাল বাইক রেলির অনুষ্ঠিত হল।এইদিন চন্দ্রকোনা রোডের ফুটবল ময়দান থেকে শুরু করে শালবনীতে এসে এই মিছিল শেষ হয়। বিশাল পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা য় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। তবে এই রামনবমীর রেলি কে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মূলত হিন্দুঐক্যের ডাকে প্রতি বছরই এই মিছিলের আয়োজন করে চন্দ্রকোনা রোড হিন্দু সেবা সমিতি।
Leave a Reply