রঘুনাথপুর থানার লছমনপুরে শ্যামস্টীলের ভূমিপূজা।

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- সাঁতুড়ীতে একটি বেসরকারী কারখানার উদ্বোধনে এসে শিল্প বানিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বলেছিলেন রঘুনাথপুর শিল্প নগরী হবে।বেশ কয়েকটি সংস্হা আগ্রহ প্রকাশ করেছে। কিছুদিন যেতে না যেতেই আজ রঘুনাথপুর থানার লছমনপুরে একটি বেসরকারী কারখানার ভূমিপূজা হয়ে গেল। সরকার অধিগৃহীত জমিতে শ্যাম স্টীল নামক একটি সংস্হা ভূমিপূজা করে কাজ শুরু করবে বলে সংস্হার পক্ষে জানান হয়েছে।প্রসঙ্গতঃ উল্লেখ্য বাম আমলে এখানেই শ্যামস্টীলের কারখানার উদ্বোধন করে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও বালাজী নামক একটি সংস্থা প্রাচীর ঘেরার কাজ শুরু হয়েছিল। তাদের অভিযোগ সেই সময় বিরোধীদের শিল্প বিরোধী আন্দোলনে কাজ বন্ধ হয়ে যায়। পাততাড়ি গুটিয়ে নেই সংস্হা গুলি।দীর্ঘ ১৬ বছর পর আবার ফিরে এলো শ্যামস্টীল।এবার তারা কারখানা গড়তে প্রস্তুত। ইতিমধ্যেই জমিদাতারা সংস্হার দেওয়া প্রতিশ্রুতি রাখার দাবী জানিয়ে ঐক্যবদ্ধ হতে প্রস্তুতি সভা করেছে। সকলে চায় শিল্প হোক মানুষের স্বার্থে।এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হোক।সমস্ত রকম সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *