মনিরুল হক, কোচবিহারঃ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবী মেনে রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারি। হলদিবাড়ি-জলপাইগুড়ি সড়কের কাশিয়াবাড়ি থেকে হলদিবাড়ি কালীবাড়ি মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত এই রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী।
জানা যায়, ওই এলাকার দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার রাস্তা ভগ্নপ্রায় হয়ে রয়েছে। এলাকাবাসিরা বার বার আবেদন করলেও কোন রকম সুরাহা হয় নি। রাস্তার টেন্ডারের কাজ আটকে ছিল বেশ কিছুদিন থেকে। পরে আজ রাস্তার টেন্ডার পাশ হলে রাস্তার কাজের সূচনা করা হয়।
রাস্তার কাজের শিলান্যাস করার পর মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারি বলেন, রাস্তার কাজ শুরু হবে। কাজের টেন্ডার পাশ হয়ে গেছে। যারা কাজের টেন্ডার পেয়েছেন তাদের অনুরোধ করেছি খুব তারাতারি কাজটি করতে। আজ থেকেই কাজ শুরু হবে। রাস্তার কাজের উদ্বোধন হল। আশা করছি খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হবে।
Leave a Reply