পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা। অতীতে রামনবমীর দিনে, সপরিবার রামচন্দ্র-কে নিয়ে এই রথ যাত্রার সূচনা করেছিলেন রাজা মোহনলাল খাঁন। করোনা অতিমারীর কারণে প্রাচীন এই রথযাত্রা গত দুই বছর বন্ধ থাকার পর চলতি বছরে গতকাল আবার সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। নাড়াজোল রাজবাড়ি থেকে সুসজ্জিত রথে চেপে প্রভু রামচন্দ্র লঙ্কাগড় পর্যন্ত যাত্রা করেছেন। পরে সেখানে জলহরিতে রীতি মেনে বিগ্রহের পূজার আয়োজন করা হয়েছে। তারপরে রাতেই আবার লঙ্কাগড় থেকে নাড়াজোল রাজবাড়ি -তে সুসজ্জিত রথ ফিরে আসে। এই রথযাত্রা কে কেন্দ্র করে দাসপুরের মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। আধুনিক প্রযুক্তির আলো, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, হরিনাম সংকীর্তন এই রথযাত্রার অন্যতম আকর্ষণ।
গতকাল অষ্টমী তিথিতে রামচন্দ্রের বিগ্রহকে নতুন পোশাক পড়ানো হয়, এবং ‘দোহরি ভোগ’ দেওয়া হয়েছিল। আজ প্রাচীন রীতি মেনেই নাড়াজোল রাজবাড়ির রথযাত্রা অনুষ্ঠিত হবে।
Leave a Reply